Logo

জাতীয়

ঐক্যে ফাটল ধরতে দেওয়া যাবে না : বৈঠক শেষে সালাউদ্দিন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৮:৪৬

ঐক্যে ফাটল ধরতে দেওয়া যাবে না : বৈঠক শেষে সালাউদ্দিন

ছবি : সংগৃহীত

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রাজনৈতিক ঐক্য অটুট রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমাদের রাজনৈতিক ঐক্যে যেন কোনো ফাটল না ধরে, সেদিকে দৃষ্টি দিতে হবে।’

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠক হয়। বৈঠকে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা এবং রাজনৈতিক ঐক্য বজায় রাখার বিষয়গুলো প্রাধান্য পায়। সালাউদ্দিন আহমেদ প্রশ্ন তোলেন, ‘গণঅভ্যুথানের সাড়ে পাঁচ মাস পর ঘোষণাপত্র প্রকাশের প্রয়োজনীয়তা এখন রাজনৈতিক ও ঐতিহাসিক দিক থেকে কতটা প্রাসঙ্গিক।’

বৈঠকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তাদের মধ্যে বিএনপি : সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামী : সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, গণসংহতি আন্দোলন : প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদ : সভাপতি নুরুল হক নুর।

আমার বাংলাদেশ (এবি) পার্টি : সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় নাগরিক কমিটি : আহ্বায়ক মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন : সদস্যসচিব আরিফ সোহেল, খেলাফত মজলিস : মহাসচিব আহমদ আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশ : যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, রাষ্ট্র সংস্কার আন্দোলন : প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম।

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর