জাতীয়করণের দাবিতে মাদ্রাসা শিক্ষকদের ধর্মঘটের ডাক
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৩:১৮
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত বৈষম্যের শিকার সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ দাবিতে অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা।
সোমবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে সকালে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আয়োজিত সমাবেশ তারা এই অবস্থান ধর্মঘটের ডাক দেন।
অবস্থান ধর্মঘটের ডাক দিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তারা লিখিত বক্তারা বলেন, ‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করছেন। গত ৪০ বছর ধরে বিনা বেতনে দায়িত্ব পালন করেও তারা এখনো সরকারি কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন না। ১৯৯৪ সালে একটি পরিপত্রের মাধ্যমে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জন্য ৫০০ টাকা অনুদান চালু করা হয়। তবে ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হলেও ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আওতায় আনা হয়নি।
বক্তারা আরও বলেন, ‘বর্তমানে এই মাদ্রাসাগুলোর প্রধান শিক্ষকেরা মাত্র ৩হাজার ৫০০ টাকা এবং সহকারী শিক্ষকেরা ৩ হাজার ৩০০ টাকা মাসিক অনুদান পান, যা জীবিকার জন্য অপ্রতুল। অধিকাংশ শিক্ষক বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন।আমরা এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন।’
সাহিদুল ইসলাম/এমআই