কোটা বাতিল চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পথে মেডিকেল শিক্ষার্থীরা
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৩:৩৪
![কোটা বাতিল চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পথে মেডিকেল শিক্ষার্থীরা](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/20/Bangladesher-Khabor-MI-(17)-678dfc7d2821e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিসহ একাধিক দাবি আদায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাচ্ছে বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা। সেখানে তারা তাদের দাবি পেশ করবেন। যদি সোমবার (২০ জানাুয়ারি) মধ্যেই দাবি মানা না হয়, তাহলে আগামীকাল থেকে সারাদেশে আন্দোলনে নামবেন তারা।
আজ সোমবার দুপুর দেড়টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের সাথে সাক্ষাৎ করবেন তারা। মন্ত্রণালয় থেকে তাদের ৫ সদস্যের প্রতিনিধি দলকে ডেকেছেন মন্ত্রণালয়ের সচিব।
এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষার্থীদের একাত্মতা জানিয়ে অবস্থান নেয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমরান ফাহিম বাংলাদেশের খবরকে এ কথা জানান।
ফাহিম জানান, ‘ঢাকা মেডিকেল কলেজসহ সারাদেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও ফল প্রত্যাখান করা শিক্ষার্থীদের পাশে রয়েছেন। আজও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এসেছেন।
ফাহিম আরও জানান, ‘তাদের সাথে এসএসসি ও এইচএসসির শিক্ষার্থীরাও সংহতি জানাবেন।’
এদিকে সোমবার (২০ জানুয়ারি) শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে ঢাকা মেডিকেল কলেজে অধ্যায়নরত অন্য শিক্ষার্থীরা বলেন, ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল রোববার (১৯ জানুয়ারি) প্রকাশিত হয়েছে। আমরা দেখলাম ৭২ পেয়ে একজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় চান্স পায়নি। কিন্তু ৩৭ পেয়ে একজন শিক্ষার্থী চান্স পেয়েছে। এর কারণ তার মুক্তিযোদ্ধা কোটা ছিল।’
শিক্ষার্থীরা আরও বলেন, ‘আমরা এই কোটার বিরুদ্ধে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার কোটা পদ্ধতি এখনও বহাল আছে।আমরা এই বৈষম্য মানি না। অবিলম্বে কোটা পদ্ধতি বাতিল করে আজকের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনরায় প্রকাশ করতে হবে।তা না হলে আমরা কঠোর আন্দোলনে যাব।’
এনএমএম/এমআই