বিএনপি যে নব্য ফ্যাসিস্ট হয়ে উঠবে না গ্যারান্টি কী : সারজিস
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৮:০৬
‘বিএনপি যে নব্য ফ্যাসিস্ট হয়ে উঠবে না গ্যারান্টি কী?’ প্রশ্ন করেছেন জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের দেওয়া একটি পোস্ট ফেসবুকে শেয়ার করে তিনি এ প্রশ্ন করেন।
সারজিস আলম বলেন, ‘ছাত্র-জনতাকে বুড়ো আঙুল দেখিয়ে জাতীয় সরকার গঠনে বাধা দিয়েছে। এখন আবার সকাল-বিকাল নিয়ম করে দ্রুততম সময়ে নির্বাচন চাচ্ছে। এরা যে নব্য ফ্যাসিস্ট হয়ে উঠবে না এর গ্যারান্টি কী?’
এর আগে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা ওয়ান ইলেভেনের ইঙ্গিত বলে আখ্যা দেন।
বিএনপি জাতীয় সরকারে রাজি হয়নি জানিয়ে নাহিদ বলেন, ‘আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার। জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে, এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয় নাই।’
ডিআর/এমজে