প্রাথমিকের শিক্ষকদের শাহবাগ অবরোধের হুমকি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১২:৫২
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দুপুর ২টার মধ্যে সরকারের দায়িত্বশীল প্রতিনিধিদের দেখা চান। দায়িত্বশীল কারও দেখা না পেলে শাহবাগ মোড় অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকরা। এর আগে সকাল ১০টায় সমাবেশ শুরু হয়। ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ঢাকায় এসে সমবেত হতে থাকেন।
আরও পড়ুন : দশম গ্রেডের দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকদের সমাবেশ
সমাবেশে শিক্ষকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার এলাকা। তারা বলেন, ‘এক দফা, এক দাবি, শিক্ষকদের দশম গ্রেড,’ ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে,’ ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই।’
শিক্ষকরা অভিযোগ করেন, বর্তমানে ১৩তম গ্রেডে রেখে তাদের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে, যা শিক্ষকদের মর্যাদাহানির শামিল।
তারা বলেন, শিক্ষকরাই দেশ গড়ার কারিগর। আমাদের সঠিক মূল্যায়ন না করলে শিক্ষাব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো মেনে নিতে হবে।
জয়/এটিআর