Logo

জাতীয়

সাদপন্থীদের ইজতেমা কবে, জানা গেল নতুন তারিখ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১২:৫৫

সাদপন্থীদের ইজতেমা কবে, জানা গেল নতুন তারিখ

টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। মাওলানা জুবায়ের অনুসারীদের নেতৃত্বে এই পর্বটি শেষ হবে ২ ফেব্রুয়ারি। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক সংঘর্ষের কারণে এটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

গত ১৭ ডিসেম্বর রাতে টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মাওলানা জুবায়ের অনুসারীদের তিনজন নিহত হন। এ ঘটনায় সাদপন্থীদের বিরুদ্ধে মামলা দায়ের করায় দ্বিতীয় পর্বের ইজতেমা নিয়ে সংশয় রয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে মাওলানা সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বাংলাদেশের খবরকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় শর্তসাপেক্ষে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ইজতেমা করার মৌখিক অনুমতি দিয়েছে।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে জানানো হয়েছে যে আগামী বছর থেকে টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থীরা ইজতেমা করতে পারবে না- এই শর্তে এ বছর ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ইজতেমার অনুমতি দেওয়া হবে।

এ বিষয়ে মো. সায়েম বলেন, আমরা সরকারের এই সিদ্ধান্ত মানি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রাখে না। ইনশাআল্লাহ, ১৪ ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমা ময়দানে ইজতেমা করব।

এদিকে মাওলানা জুবায়ের অনুসারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম পর্ব শেষ হওয়ার পর ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে।

এ ‍বিষয়ে মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, প্রথম পর্ব শেষ হলে আমরা ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা করব।

এএস/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর