Logo

জাতীয়

সিঙ্গাপুরে পাঠানো হল জুলাই আন্দোলনে আহত ৭ জনকে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৩:০৭

সিঙ্গাপুরে পাঠানো হল জুলাই আন্দোলনে আহত ৭ জনকে

জুলাই আন্দোলনে আহত আরও সাত জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় বাংলাদেশ বিমানের বিজি ০৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরে রওয়ানা হয়েছেন তারা। 

তারা হলেন- আব্দুল্লাহ আল বাকী, আকতার হোসেন, মো. ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান, সালমান বিন শোয়াইব। এরা সবাই চোখে আঘাত প্রাপ্ত বলে জানা গেছে। এর আগে তারা ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথ্যালমলজিতে চিকিৎসাধীন ছিলেন। 

এ পর্যন্ত ১৩ জনকে চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠানো হয়েছে। আরও কয়েকজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের হাতে ফ্লাইটের টিকেট তুলে দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান ও জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসা বিষয়ক সেলের আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা বলেন, আমি দায়িত্ব নেয়ার পর থেকেই আহতদের চিকিৎসার জন্য কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য উপদেষ্টা আহতদের চিকিৎসার ব্যাপারে সব সময় খোঁজখবর রাখেন। আমরা দ্রুত আরো কয়েকজনকে বিদেশে পাঠাবো। আগামী সপ্তাহে খোকনকে রাশিয়ায় নেয়া হবে।

জাতীয় নাগরিক কমিটির ডা. মাহমুদা আলম মিতু বলেন, যারা সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন, তারা দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন, এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর