Logo

জাতীয়

৭ দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৯:৫৭

৭ দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা

ছবি : বাংলাদেশের খবর

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার দাবিতে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছেড়েছেন শিক্ষকরা। 

শুক্রবার (২৪ জানুয়ারি) শাহবাগে সন্ধ্যা ৭ টায় ৫০ মিনিটে শিক্ষকদের প্রতিনিধি খায়রুন নাহার লিপি ও মনিবুল হক বসুনিয়া শিক্ষকদের পক্ষ থেকে এই আল্টিমেটাম দেন। 

তিনি বলেন, ‘আমরা সরকারকে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দিয়ে সবাই নিজ বিদ্যালয়ে ফিরে যাচ্ছি। কিন্তু আল্টিমেটাম দেওয়া সময়ের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেয়া হয়। তাহলে আমরা বিদ্যালয়ে কর্মস্থলে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করব। আমরা সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সারাদেশে থেকে আসা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শান্তিপূর্ণ সমাবেশ করেছি।সমাবেশ থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করি। পদযাত্রা শাহবাগে আসলে পুলিশ আমাদের পদযাত্রা আটকে দেয়।’

তিনি আরও বলেন, ‘আমরা বিকেল থেকে শাহবাগে অবস্থান নিয়েছি। আমাদের সাথে প্রধান উপদেষ্টার বাস ভবনে একটি প্রতিনিধি দল বৈঠক করার কথা থাকলেও প্রধান উপদেষ্টার বাস ভবনের পরিবর্তে নিয়ে যাওয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। আমাদের সাথে প্রহসন করা হয়েছে। তবুও আমরা মেনে নিয়েছি। আমাদের সহনশীলতাকে দুর্বলতা মনে করবেন না।’ 

এর আগে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাস ভবন থেকে ফিরে শিক্ষকদের আরেক প্রতিনিধি মাহবুবুর রহমান শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। 

এসআইবি/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর