Logo

জাতীয়

জাতীয়করণের দাবি

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পথে মাদ্রাসা শিক্ষকরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৫:৩৮

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পথে মাদ্রাসা শিক্ষকরা

ছবি : বাংলাদেশের খবর

ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারক লিপি প্রদানের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাচ্ছেন ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। 

রোববার (২৬ জানুয়ারি) শাহবাগ থেকে বিকেল ৩টা ১০ মিনিট নাগাদ তাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ের পথে নিয়ে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

এর আগে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আটদিন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির শেষে রোববার (২৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টা বারবার স্মারক লিপি প্রদান ও পদযাত্রার ঘোষণা দেন শিক্ষকরা। ঘোষণা অনুযায়ী প্রেসক্লাব থেকে তারা পদযাত্রা শুরু করেন।

পদযাত্রাটি শাহবাগ আসলে তাদের সাথে পুলিশের বাগবিতণ্ডা বাঁধে। এক পর্যায়ে পুলিশ তাদের ওপর জলকামান ও লাঠিচার্জ করে। পুলিশ-শিক্ষকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে শিক্ষকদের প্রায় দশজনের বেশি আহত হন বলে অভিযোগ করেন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অবস্থান নিয়েছেন। 

এসআইবি/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর