Logo

জাতীয়

৭০০ আসামি এখনো পলাতক : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৬:০১

৭০০ আসামি এখনো পলাতক : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : বাংলাদেশের খবর

গণঅভ্যুত্থানের মুখে নরসিংদী কারাগার থেকে পালানো বন্দির মধ্যে এখনো ৭০০ আসামি পলাতক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। 

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন ও হট লাইন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের মুখে নরসিংদী কারাগার থেকে পালানো বন্দির মধ্যে এখনো ৭০০ আসামি পলাতক রয়েছে। বাকি যারা ছিল তারা কারাগারে বন্দি রয়েছে উল্লেখ করে তিনি জানান, তাদের অবস্থান তদন্ত কিংবা গ্রেপ্তারে গাফেলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।’ 

৫ আগস্টের পর অনেক দাগি আসামিকে ক্ষমা করে দেওয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাধারণ ক্ষমতায় এখনো কেউ বের হয়নি। তারা জামিন পেয়েছে।’ 

ছিনতাই-চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ছিনতাই-চাঁদাবাজির ঘটনা বেড়েছে। যতভাবেই হোক ছিনতাই-চাঁদাবাজি কমিয়ে আনার জন্য আমরা চেষ্টা করছি।’

কারাগারের অভ্যন্তরে পরিদর্শন শেষে বাইরে আসার পর কারাবন্দিরা সুযোগ-সুবিধা পাচ্ছে কী না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসব বিষয়গুলো দেখার জন্যই আমরা এখানে আসছি। সকল সুযোগ সুবিধাই তারা পাচ্ছেন। যদিও বন্দির সংখ্যা বেশি হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে।’

এনএমএম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর