Logo

জাতীয়

বৈষম্যবিরোধী আন্দোলন

চিকিৎসা দিতে আসছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:৫৩

চিকিৎসা দিতে আসছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল

ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুরুতর আহত চক্ষু রোগীদের সেবায় সিঙ্গাপুর থেকে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছে ঢাকায়। 

রোববার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুরুতর আহত চক্ষু রোগীদের সেবায় সিঙ্গাপুর থেকে রেটিনা, কর্ণিয়া, নিউরো অফথ্যালমোলজী এবং অকুলোপ্লাস্টি সার্জনে একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসছেন।

তারা আগামী ১ ফেব্রুয়ারি ২ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ আই হাসপাতালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সেবা দিবেন। 

সিঙ্গাপুরের যে তিনটি প্রতিষ্ঠান থেকে বিশেষজ্ঞ দল আসছে- সিংগাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিংগাপুর ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল অ্যান্ড আলেক্সেন্ডার হসপিটাল। 

এসআইবি/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর