Logo

জাতীয়

কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা হটলাইন নাম্বার উদ্বোধন

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৯:০৮

কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা হটলাইন নাম্বার উদ্বোধন

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের জরুরি সেবা হটলাইন নাম্বার উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ০৯৬১২০২১৬৯০ এ হটলাইনটি বন্দীদের স্বজনদের জন্য চালু করা হয়েছে। যার মাধ্যমে বন্দীর অবস্থান, হাজিরার তারিখ, সাক্ষাতের তারিখ, শারীরিক অবস্থা ও প্যারোলে মুক্তির তথ্যসহ বিভিন্ন বিষয় জানা যাবে।

রোববার (২৬ জানুয়ারি) কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে এ নাম্বার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, এ হটলাইন সার্বক্ষণিক খোলা থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারাগারে জরুরি সেবাগুলো পরিচালনার জন্য ছাত্র-জনতার আন্দোলনের সময় আহতদের মধ্য থেকে নিয়োগ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

জুলাই-আগস্ট বিপ্লবের সময় কারাগার ভেঙ্গে পালিয়ে যাওয়া কয়েদীদের প্রসঙ্গে তিনি জানান, ৭০০ জন এখনো বাইরে রয়েছে। তাদের ধরার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তবে তদন্তে কোনো ঘাটতি নেই বলে নিশ্চিত করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শীর্ষ সন্ত্রাসীরা পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হলে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

পুলিশের কাজের গতির প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের কাজে কিছুটা গতি কমে গেছে। তবে তাদের কোনো স্বল্পতা নেই। 

তিনি আরো বলেন, কারাগারগুলোতে ধারণ ক্ষমতার তুলনায় বন্দীর সংখ্যা বেশি। ফলে কিছু সমস্যার উদ্ভব হতে পারে। তবে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় কোনো দাগী আসামিকে মুক্তি দেওয়া হয়নি বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্ণেল মোহাম্মদ মোস্তফা কামাল, উপ কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবিরসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

এরশাদ হোসেন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর