ঢাবি-সাত কলেজের সংঘর্ষ অনাকাঙ্খিত : আসিফ নজরুল
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৮:২০
![ঢাবি-সাত কলেজের সংঘর্ষ অনাকাঙ্খিত : আসিফ নজরুল](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/27/Bangladesher-Khabor-MI---2025-01-27T181949-67977a2663628.jpg)
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা অনাকাঙ্খিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
গতকালের সংঘর্ষটাকে কীভাবে দেখছেন আপনারা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এগুলোতো অনাকাক্ষিত। এগুলো এড়িয়ে চলার জন্য আমরা আরও বেশি উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যা করলে এটা সমাধান হবে, সেটা করার চেষ্টা করব।’
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে পদত্যাগ করতে ৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন সাত কলেজ শিক্ষার্থীরা। একইসঙ্গে রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবিও জানিয়েছেন তারা।