Logo

জাতীয়

হাসিনাকে ফেরত দিয়ে ন্যায়বিচারের পক্ষে থাকবে ভারত, প্রত্যাশা ক্যাডম্যানের

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮

হাসিনাকে ফেরত দিয়ে ন্যায়বিচারের পক্ষে থাকবে ভারত, প্রত্যাশা ক্যাডম্যানের

ন্যায়বিচারের স্বার্থে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে বলে প্রত্যাশা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। 

সোমবার (২৭ জানুয়ারি) চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

এক প্রশ্নের জবাবে টবি ক্যাডম্যান জানান, ন্যায়বিচারের স্বার্থে বিদ্যমান আইন অনুযায়ী শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সকল সুযোগ পাবেন।

তিনি বলেন, ‘পররাষ্ট্র  মন্ত্রণালয় যথাযথভাবে ভারতকে প্রত্যর্পণের জন্য আহ্বান জানিয়েছে। তবে এটা ভারতের ব্যাপার যে তারা ন্যায়বিচারের পক্ষে দাঁড়াবে, নাকি তাকে (শেখ হাসিনা) বিচার থেকে রেহাই দেওয়ার পক্ষে অবস্থান করবে।’

তিনি বলেন, ‘আমরা আশা করি, ভারত ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে এবং আন্তর্জাতিক আইন মেনে তাকে (শেখ হাসিনা) বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে।’ 

তিনি আরও বলেন, ‘চিঠির জবাবে ভারতকে ইতিবাচক পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকার জোর করতে পারেন না ঠিকই, কিন্ত আমরা আশা করতেই পারি যে তাকে এ দেশে আনা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে।

এ সময় ক্যাডম্যানের সঙ্গে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর সারাদেশে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অনেক অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে। গণহত্যা মামলার প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এবং আরেক মামলায় তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতাসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর