Logo

জাতীয়

ট্রেন চলাচল বন্ধ

রেলের টিকিটেই মিলবে বিআরটিসি বাস

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৯:৪৪

রেলের টিকিটেই মিলবে বিআরটিসি বাস

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে রেলপথ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, সারাদেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ফলে ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে চট্রগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেল টিকিটের মাধ্যমে বিআরটিসি বাসে মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। এসব স্থান থেকে ঢাকাতেও এই সার্ভিসের মাধ্যমে আসতে পারবেন।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে।

এদিকে রেলপথ মন্ত্রণালয়য়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, রেলওয়ের রানিং স্টাফদের দাবি বহুলাংশে মেনে নেওয়া সত্ত্বেও তারা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি থেকে সরে আসেনি৷ এ কারণে আজ (মঙ্গলবার) থেকে রেল চলাচলে বিঘ্ন ঘটতে পারে৷ রেলের যাত্রা বাতিল হলে পূর্বে ক্রয়কৃত টিকেটের টাকা বাংলাদেশ রেলওয়ে কর্তৃক ফেরত প্রদান করা হবে।

ডিআ/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর