Logo

জাতীয়

ট্রেনের টিকিটে বাস ভ্রমণ, সেখানেও ভোগান্তি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১২:৫১

ট্রেনের টিকিটে বাস ভ্রমণ, সেখানেও ভোগান্তি

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির প্রেক্ষিতে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে ট্রেনের যাত্রীদের বিকল্প হিসেবে বিআরটিসি বাসে করে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ভিন্ন ভিন্ন রুটের যাত্রীদের জন্য বাস সেবা চালু করা হয়েছে। 

সরজমিনে কমলাপুর রেলস্টেশন গিয়ে দেখা যায়, রুটভিত্তিক ট্রেন টিকিটধারী যাত্রীদের মাইক দিয়ে ডেকে বাসে তোলা হচ্ছে। বাস ভর্তি হলেই গন্তব্যে ছেড়ে যাচ্ছে। একটি বাস ছেড়ে গেলে অন্য একটি বাস যাত্রী নেওয়ার জন্য প্রবেশ করছে। 

এ সময় দেখা যায়, ট্রেনের কর্মকর্তারা যে সকল রুটে বাস ছেড়ে যাচ্ছে সেই বাসের নম্বর ও রুটের নাম লিখে রাখছেন। এদিকে বাসেও চরম ভোগান্তি ফেখা দিয়েছে। 

খুলনাগামী যাত্রী রাকিবুল হাসান বাংলাদেশের খবরকে জানান, গত পরশুদিন অনলাইনে টিকিট কেটেছিলাম। সকালে এসে দেখি ট্রেন চলাচল বন্ধ। স্টেশন থেকে জানাল আমাদের জন্য বাসের ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু দুপুর পৌনে ১২টায় বাস ছাড়ার কথা থাকলেও সিট ফাঁকা থাকায় যথা সময়ে ছাড়েনি বাস। 

এর আগে বেতনের সঙ্গে অবসর ভাতাসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে কর্মবিরতিতে যান রেলওয়ের রানিং স্টাফরা। এ অবস্থায় যাত্রীদের দুর্ভোগ কমাতে রেলপথ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ রুটসমূহে বিকল্প ব্যবস্থা হিসেবে বিআরটিসি বাস সার্ভিস চালু করে। মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ ২৮ জানুয়ারি হতে সারা দেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। এ পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।

জরুরি বার্তায় আরও বলা হয়, ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেল টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন এবং এসব স্থান থেকে ঢাকাতে এই সার্ভিসের মাধ্যমে আসতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে।

উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে অবসর ভাতা দেওয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় অবশেষে এ কর্মবিরতিতে গেলেন রানিং স্টাফরা। রানিং স্টাফের মধ্যে আছেন— ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা।

রানিং স্টাফরা জানিয়েছেন, রানিং স্টাফদের কর্মবিরতির ফলে যেসব ট্রেন রাত ১২টার পর প্রারম্ভিক স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেসব ট্রেন ছেড়ে যায়নি।

  • এনএমএম/ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর