Logo

জাতীয়

আগামী নির্বাচন ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন : ইসি সানাউল্লাহ

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ২২:০৩

আগামী নির্বাচন ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন : ইসি সানাউল্লাহ

ছবি : বাংলাদেশের খবর

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামী নির্বাচন আমাদের ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন। এ নির্বাচন কমিশন রং বিহীন ও চেহারা বিহীন নির্বাচন। তাই নির্ভুল ভোটার তালিকা তৈরির জন্য নতুন আবহ তৈরি ও মাঠপর্যায়ের বাস্তবতা বুঝার চেষ্টা করতে হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

ইসি সানাউল্লাহ আরও বলেন, আমরা একটা ভালো নির্বাচন চাই। ভালো ও সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হল একটা নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন। সবার নিষ্ঠা, ইচ্ছা ও আন্তরিকতা ছাড়া এ নির্ভুল ভোটার তালিকা করা সম্ভব নয়।

তিনি ভোটার তালিকায় বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, অনেক ক্ষেত্রে অজ্ঞতা, অনীহা, অসচেতনতা ও অসাবধানতা দেখা যায়, যা থেকে বেরিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মাসুম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম ও দিনাজপুরের সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

সভাটি সঞ্চালনা করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. আফতাব উজ্জামান।

রহমত আল আকাশ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর