রেলের কর্মবিরতি প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৪:৩৬
ছবি : হাসনাত আব্দুল্লাহ’র ফেসবুক থেকে সংগৃহীত
বেতন ও অন্যান্য সুবিধাসংক্রান্ত দাবিতে সারাদেশে চলমান কর্মবিরতি প্রত্যাহার করেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার আশ্বাসে এই কর্মবিরতি তুলে নেওয়া হয়। রাত থেকেই ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রানিং স্টাফদের দাবিগুলোর মধ্যে ছিল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধার অন্তর্ভুক্তি। এই দাবিতে সোমবার রাত ১২টা থেকে তারা কর্মবিরতি শুরু করলে দেশজুড়ে রেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে আন্তঃনগর ও লোকাল ট্রেন বাতিল হওয়ায় যাত্রীরা দিনভর চরম ভোগান্তিতে পড়েন।
রাত ২টা ৪৭ মিনিটে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান। তিনি জানান, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা আশ্বাস দিয়েছেন যে বুধবারের মধ্যে তাদের দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি করা হবে।
রাত ২টা ৩০ মিনিটে এক প্রেস ব্রিফিংয়ে ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বলেন, “আমরা জনগণের দুর্ভোগ চাই না। উপদেষ্টার আশ্বাসে আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি। এখন থেকে ট্রেন চলাচল শুরু হবে।”
রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী আফজাল হোসেন রাত ৩টার দিকে সাংবাদিকদের জানান, মধ্যরাত থেকেই ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে স্বাভাবিক গতিতে ট্রেন চলাচল নিশ্চিত করা হবে।
এদিকে, বৈঠক শেষে ফেসবুকে পোস্ট দিয়ে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি জানান, রেলওয়ের উপদেষ্টার বাসায় উভয়পক্ষের বৈঠক শেষে সমস্যার সমাধান হয়েছে।
এর আগে, রানিং স্টাফদের আন্দোলনে দেশের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে মধ্যরাতে এই সমস্যা সমাধানের মধ্য দিয়ে জনদুর্ভোগের অবসান ঘটল।
এনএমএম/ডিআর/এমএইচএস