Logo

জাতীয়

রাজনৈতিক নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন মার্কিন রাষ্ট্রদূত

Icon

বাসস

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮

রাজনৈতিক নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন মার্কিন রাষ্ট্রদূত

ট্রাসি অ্যান জ্যাকবসন /ছবি : সংগৃহীত

ঢাকায় নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ ডি’ অ্যাফেয়ার্স) ট্রাসি অ্যান জ্যাকবসন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে ধারাবাহিক বৈঠক করবেন।

বুধবার (২৯ জানুয়ারি) দূতাবাসের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।  

দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মিশনের অব্যাহত কূটনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে ট্রাসি অ্যান জ্যাকবসন ‘তাদের পরিকল্পনা এবং অবস্থান আরও ভালোভাবে বুঝতে’ রাজনৈতিক দলগুলোর সাথে এ বৈঠক করবেন।

এর আগে, গেল ২০ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ওই বৈঠকে জ্যাকবসন বলেন, ‘আমরা জাতি হিসেবে আপনার সরকারকে বিভিন্ন বিষয়ে সমর্থন দিতে প্রস্তুত রয়েছি।’

বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের ওপর রাজনৈতিক ঐকমত্য গঠনের প্রচেষ্টা এবং আগামী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন।

জুলাই ঘোষণাপত্রের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, তিনি আশা করছেন রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারির শুরুতে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে।

  • ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর