ইজতেমার নিরাপত্তায় সতর্কতা জারি মার্কিন দূতাবাসের
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৮:৫১
বিশ্ব ইজতেমার নিরাপত্তায় সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। একই সঙ্গে বেশকিছু নির্দেশনাও দিয়েছে তারা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দূতাবাসের অফিসিয়াল ফেসবুকে এক বার্তায় বলা হয়, ‘ইজতেমার প্রধান সমাবেশস্থলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই মাইল উত্তরে অবস্থিত। প্রায় চার মিলিয়ন অংশগ্রহণকারী ‘বিশ্ব ইজতেমা- ২০২৫’-এর প্রথম পর্বে যোগ দেবে বলে আশা করা হচ্ছে।’
‘এই বার্ষিক অনুষ্ঠানটি ঢাকাজুড়ে যানবাহন এবং পথচারীদের ট্রাফিকের ওপর বড় প্রভাব ফেলবে। বিমানবন্দরে আসা-যাওয়া করতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।’
‘ঢাকার বেশ কয়েকটি প্রধান সড়কে যানবাহন চলাচল সীমিত হতে পারে। বিশ্ব ইজতেমার সময় প্রত্যেককে তাদের ভ্রমণ পরিকল্পনা পর্যালোচনা করা উচিত।’
এতে বলা হয়, ‘বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশকে মাথায় রেখে অতিরিক্ত ভ্রমণ সময় এবং ভ্রমণ বাতিলের সম্ভাবনাও বিবেচনা করা উচিত।’
পোস্টে আরও বলা হয়, ‘ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্রমণকারী ব্যক্তিদের সাথে সর্বদা বিমান টিকিট থাকা উচিত এবং নিরাপত্তার স্বার্থে পুলিশ চেকপয়েন্টে ভ্রমণকারী ব্যক্তির বিমান টিকিট উপস্থাপনের জন্য প্রস্তুত থাকা উচিত।’
ইজতেমা চলাকালীন দূতাবাসের কার্যক্রম স্বাভাবিক থাকবে বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।
এনএমএম/এটিআর