Logo

জাতীয়

ইজতেমায় জুমার নামাজে অংশ নিতে মুসল্লিদের সমাগম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১১:৫৩

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে দেশের সর্ববৃহৎ জুমার জামাত। এই জামাতে অংশ নিতে ইতোমধ্যে ইজতেমা ময়দানে উপস্থিত হতে শুরু করেছেন ঢাকা ও আশপাশের এলাকার অসংখ্য মুসল্লি। 

দেশের সর্ববৃহৎ এই জুমার জামাতের ইমামতি করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। তাবলিগের শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক মাওলানা হাবিবুল্লাহ রায়হান বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথমদিনের কর্মসূচি শুরু হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় প্রথম ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয় এই ময়দানে। এদিন শুরুতেই বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। আর ওই বয়ানের তরজমা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপে যোগ দিয়েছেন শুরায়ে নেজাম অংশের অনুসারীরা। দ্বিতীয় ধাপেও তারা থাকবেন।

আর তৃতীয় ধাপে অংশ নেবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। এর আগে গত মঙ্গলবার রাতে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার মুসল্লিরা মাঠে প্রবেশ করেছেন। তবে বুধবার ও বৃহস্পতিবার দেশের ৪১ জেলার মুসল্লিদের বড় অংশ মাঠে প্রবেশ করতে দেখা যায়। 

এখন পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন বিদেশি মেহমান ইজতেমা ময়দানে এসেছেন বলে জানা গেছে। তারা নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে তালিম ও বয়ানে অংশ নিচ্ছেন। 

এবারের ইজতেমা শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আজ থেকে আনুষ্ঠানিক শুরু হওয়া প্রথম পর্ব ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। পরে দ্বিতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি। যা শেষ হবে আগামী ৫ ফেব্রুয়ারি।

মাঝে আট দিনের বিরতি দিয়ে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দিল্লির মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের ইজতেমা পর্ব।

এমএএস/এমএইচএস

ইজতেমা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর