Logo

জাতীয়

জুলাই আন্দোলন

আহতদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে এল বিশেষজ্ঞ দল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫০

আহতদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে এল বিশেষজ্ঞ দল

ছবি : বাংলাদেশের খবর

জুলাই আন্দোলনে আহত গুরুতর চক্ষু রোগীদের সেবায় সিঙ্গাপুর থেকে পাঁচ সদস্যের চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১১ টা ৩০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদের স্বাগত জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জুলাই আন্দোলনে আহত গুরুতর চক্ষু রোগীদের সেবায় সিঙ্গাপুর থেকে রেটিনা, কর্ণিয়া, নিউরো অফথ্যালমোলজি ও অকুলোপ্লাস্টি সার্জনে বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে এসেছেন। তারা ১ ফেব্রুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ আই হাসপাতালে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সেবা দিবেন।

সিঙ্গাপুরের তিনটি প্রতিষ্ঠান থেকে ওই বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় এসেছেন। ওই প্রতিষ্ঠানগুলো হলো : 

সিংগাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিংগাপুর ন্যাশনাল আই সেন্টার, ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এন্ড আলেক্সেন্ডার হসপিটাল। 

এসআইবি/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর