ইজতেমায় মুসল্লিদের জন্য মোবাইল চার্জের সুবিধা, ঘণ্টা ৩০ টাকা
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৩
![ইজতেমায় মুসল্লিদের জন্য মোবাইল চার্জের সুবিধা, ঘণ্টা ৩০ টাকা](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/02/01/Bangladesher-Khabor-ATR---2025-02-01T113335-679db21e2a73b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
টঙ্গীর তুরাগ পাড়ে চলমান ৫৮তম বিশ্ব ইজতেমায় মুসল্লিদের জন্য মোবাইল ফোন চার্জের সুবিধা চালু করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) ইজতেমা ময়দান ঘুরে দেখা গেছে, বিভিন্ন প্রান্তে দশটিরও বেশি মোবাইল চার্জের দোকান রয়েছে। এসব দোকানে মুসল্লিরা ঘণ্টায় ৩০ টাকায় তাদের মোবাইল ফোন চার্জ করতে পারবেন।
বিশেষ এই উদ্যোগের মূল উদ্দেশ্য সম্পর্কে মোবাইল চার্জ সরবরাহকারী এক উদ্যোক্তা আবুল কালাম জানান, ‘মোবাইল চার্জ দিয়ে মুসল্লিদের সহযোগিতা করার মনোভাব নিয়ে আমি দোকানটির যাত্রা শুরু করেছি। অনেক মুসল্লির মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে পরিবার ও জরুরি কাজের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এমতবস্থায় তারা আমাদের দোকানে ছুটে আসেন। প্রতিদিন প্রায় তিন শতাধিক মুসল্লি আমাদের এখানে মোবাইল চার্জ দিচ্ছেন। ঘণ্টায় মাত্র ৩০ টাকায় আমরা মোবাইল চার্জ করে দিচ্ছি।’
মোবাইল চার্জ দিতে আসা এক মুসল্লি বলেন, ‘মোবাইল একটি জরুরি জিনিস। মোবাইলে চার্জ দিতে ইজতেমায় এমন ব্যবস্থাপনা আরও বেশি প্রয়োজন। আমরা এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।’
উল্লেখ্য,এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে দুই ধাপে। প্রথম ধাপের দ্বিতীয় দিন আজ। এ ধাপে অংশগ্রহণ করছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা।
এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। দুই ধাপের আখেরি মোনাজাত হবে যথাক্রমে আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি।
মাঝে আট দিনের বিরতি দিয়ে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দিল্লির মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের ইজতেমা পর্ব।
এসআইবি/এটিআর