বাংলা একাডেমির সার্বিক সংস্কার প্রয়োজন : সংস্কৃতি উপদেষ্টা
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৬
![বাংলা একাডেমির সার্বিক সংস্কার প্রয়োজন : সংস্কৃতি উপদেষ্টা](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/02/01/Bangladesher-Khabor-MHS-(41)-679df911b6838.jpg)
ছবি : বিটিভির ভিওি থেকে নেওয়া
বাংলা একাডেমির সার্বিক সংস্কার প্রয়োজন মন্তব্য করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, একাডেমির ব্যাপক সংস্কারের জন্য কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটিতে লেখক, গবেষক এবং দেশের গুরুত্বপূর্ণ চিন্তাবিদদের সমন্বয়ে এ সংস্কার কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার মূল মঞ্চে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব বলেন।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, এই কমিটির কাজ হবে বাংলা একাডেমিকে একটি চলমান প্রতিষ্ঠানে পরিণত করা। এখানে পুরনো চিন্তার গবেষণা যেমন হবে, তেমনি নতুন চিন্তার সংযোগ যেনো হয় সেই ব্রিজ তৈরিতে কাজ করা হবে।
তিনি বলেন, বাংলা একাডেমির বইমেলা আক্ষরিক অর্থেই প্রাণের মেলা। এ মেলায় সকল ধর্মবর্ণ শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে আমরা আশা করি।
এদিন বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫ এর উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এ বছরের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান : নতুন বাংলাদেশ নির্মাণ’।
বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।
এ বছর বইমেলায় অংশগ্রহণকারী ৭০৮ জন প্রকাশকের মধ্যে ৯৯টি স্টল বাংলা একাডেমি প্রাঙ্গণে, ৬০৯টি সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণ করা হয়েছে। গত বছর বইমেলায় ৬৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৯৩৭টি স্টল বরাদ্দ দেয়া হয়েছিল।
মেলায় ৩৭টি প্যাভিলিয়ন রয়েছে-একটি বাংলা একাডেমিতে এবং ৩৬টি সোহরাওয়ার্দী উদ্যানে। লিটল ম্যাগাজিন কর্নারটি সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছে গাছের নিচে করা হয়েছে, সেখানেপ্রায় ১৩০টি লিটল ম্যাগাজিন স্টল রয়েছে।
ডিআর/এমএইচএস