বইমেলায় ‘সেরা লেখক’ স্বীকৃতির প্রস্তাব ড. ইউনূসের
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৮
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বইমেলায় প্রতিবছর 'সেরা লেখক' স্বীকৃতির আয়োজন করার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, ‘এই উদ্যোগ লেখকদের উৎসাহিত করবে। বইমেলার গুণগত মান বাড়াতে সাহায্য করবে।’
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ প্রস্তাব দেন।
উদ্বোধনী বক্তব্যে ড. ইউনূস গত বছরের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের কথা স্মরণ করেন। বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার সংকল্পকে শক্তিশালী করেছে। একুশ আমাদের ঐক্যের প্রতীক।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রকাশকরা অনেক আয়োজন করেন, নিজেদের বইগুলো যথাসময়ে হাজির করার জন্য, গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য। আগ্রহ বাড়ানোর জন্য প্রতিবছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাবার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। আমি এই প্রস্তাব দিচ্ছি।’
এ ছাড়া এবারের বইমেলার থিম ‘জুলাই গণঅভ্যুত্থান : নতুন বাংলাদেশ বিনির্মা‘ রাখা হয়েছে। মেলায় ‘জুলাই কর্নার’ স্থাপন করা হয়েছে। এতে আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব প্রদর্শন করা হবে।
ডিআর/এমজে