Logo

জাতীয়

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো প্রথম পর্ব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৭

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো প্রথম পর্ব

বিশ্বের শান্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটে টঙ্গীর তুরাগ তীরে এ মোনাজাত শুরু হয়। শেষ হয় ৯টা ৩৫ মিনিটে।

তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল জামে মসজিদের খতিব মাওলানা জুবায়ের এই মোনাজাত পরিচালনা করেন।

মোনাজাতে মানুষে মানুষে হানাহানি, রাহাজানি, ব্যভিচার, অশান্তি, সহিংসতা ও সংঘাত বন্ধে বিশেষ প্রার্থনা করা হয়।

আখেরী মোনাজাত ঘিরে পূর্ব ঘোষণা অনুযায়ী ইজতেমা সংশ্লিষ্ট যানবাহন ব্যতীত অন্যসব যান চলাচল বন্ধ ছিল। তবে মোনাজাতে অংশ নেওয়া ও ইজতেমা শেষে বাড়ি ফিরতে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ৯টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে রেলওয়ে বিভাগ। 

বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা—এই পাঁচটি বিশেষ ট্রেন ছাড়া টঙ্গী স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে।

এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে গতকাল শনিবার রাত ১২টা থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে আবদুল্লাহপুর, টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর-নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাপুর থেকে বাইপাইল পর্যন্ত সড়কে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। 

এছাড়া টঙ্গী-কামারপাড়া রোড, টঙ্গী থেকে কালীগঞ্জ সড়কেও যান চলাচল বন্ধ ছিল।  মুসল্লিরা ময়দান ত্যাগ করার পর সড়কগুলো যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশের পক্ষ থেকে বিকল্প রাস্তা হিসেবে ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস থেকে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। 

এবারের ইজতেমা শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আনুষ্ঠানিক শুরু হওয়া প্রথম পর্ব আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো। কাল (সোমবার) থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। যা শেষ হবে আগামী ৫ ফেব্রুয়ারি।

মাঝে আট দিনের বিরতি দিয়ে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দিল্লির মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের ইজতেমা পর্ব।

ডিআর/এটিআর

ইজতেমা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর