ঘরমুখো মুসুল্লিদের ভোগান্তি বাড়াবে তিতুমীর শিক্ষার্থীদের অবরোধ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯
ছবি : বাংলাদেশের খবর
বিশ্ববিদ্যালয় দাবিতে গত বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় আজ রোববার বেলা ১১ টা থেকে রেলপথ-সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করতে যাচ্ছে তারা।
এদিকে গাজীপুরে শেষ হয়েছে ৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। রোববার সকাল ৯টা ১১ মিনিটে টঙ্গীর তুরাগ তীরে এ মোনাজাত শুরু হয়। শেষ হয় ৯টা ৩৫ মিনিটে।
তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল জামে মসজিদের খতিব মাওলানা জুবায়ের এই মোনাজাত পরিচালনা করেন।মোনাজাতে মানুষে মানুষে হানাহানি, রাহাজানি, ব্যভিচার, অশান্তি, সহিংসতা ও সংঘাত বন্ধে বিশেষ প্রার্থনা করা হয়।
মোনাজাত শেষেই ঘরমুখো হয়েছেন মুসল্লিরা। তবে শিক্ষার্থীদের এমন কর্মসূচি ভোগান্তি বাড়াবে তাদের। সড়কে যান চলাচল বন্ধ থাকলেও ৯টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে রেল কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীদের অবরোধের মুখে সেগুলোও চলবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
প্রসঙ্গত, প্রথম পর্বের ইজতেমায় ৫জন মুসল্লির মৃত্যু হয়েছে। সবশেষ গতকাল সন্ধ্যায় মারা যাওয়া মুসল্লি ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। তার নাম আব্দুল গফুর (৭৫)।
উল্লেখ্য,এবারের ইজতেমা শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আনুষ্ঠানিক শুরু হওয়া প্রথম পর্ব আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো। কাল (সোমবার) থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। যা শেষ হবে আগামী ৫ ফেব্রুয়ারি।
মাঝে আট দিনের বিরতি দিয়ে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দিল্লির মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের ইজতেমা পর্ব।
ডিআর/এটিআর/এনএমএ