কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২ ফেব্রুয়ারি) সহকারী কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো নতুন এ লোগো থেকে নৌকার প্রতীক সরিয়ে চাবির প্রতীক দেওয়া হয়েছে।
এর আগে গত ৪ ডিসেম্বর সকালে কারা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে লোগো পরিবর্তনের কথা জানিয়েছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। ওই সময় তিনি বলেন, ‘বাংলাদেশের সব কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার মানসে কারা অধিদপ্তর কাজ করে যাচ্ছে। বৈষম্যবিরোধী আন্দোলন পরবর্তী সময়ে দেশের প্রশাসনিক কাঠামোর সংস্কারের উদ্যোগের ধারাবাহিকতায় কারা প্রশাসনেও বেশ কিছু সংস্কার ও পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
এনএমএম/এমজে