স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ২ দিনের সময় বেধে দিলেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৬
ছবি : বাংলাদেশের খবর
শেখ হাসিনার শাসনামলে বিগত ১৬ বছর বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহালের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই দিন সময় দিল পুলিশ সদস্যরা।
রোববার (২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র সচিবের সাথে ছয় সদস্যের বৈঠক শেষে হাইকোর্ট মাজার গেইটে এসে এ সময় বেধে দেন পুলিশ সদস্যরা।
এসময় তারা বলেন, স্বরাষ্ট্র সচিব আমাদের কাছে দুই দিন সময় চেয়েছে।আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছি। এরপরও যদি আমাদের দাবি মেনে নেয়া না হয় তাহলে আমরা সচিবালয়ের সামনে আত্মাহুতি দিব।
এর আগে সকাল থেকে চাকরিতে পুনর্বহালের দাবিতে সকাল থেকে হাইকোর্টের মাজার গেটের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। দুপুর ২টা নাগাদ তাদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দলকে আইনশৃঙ্খলা বাহিনী সচিবালয়ে নিয়ে যায়।
তাদের দাবি- নির্বাহী আদেশের মাধ্যমে চাকরিচ্যুত সকল পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহাল করতে হবে।
এসআইবি/এমআই