![আখেরি মোনাজাত শুরু](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/02/05/Bangladesher-Khabor-ATR---2025-02-05T121414-67a3016bde5fc.jpg)
ছবি : বাংলাদেশের খবর
টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত শুরু হয়েছে। আজ (বুধবার) দুপুর ১২টা ৮ মিনিটে এ মোনাজাত শুরু হয়।
তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল জামে মসজিদের খতিব মাওলানা জুবায়ের এই মোনাজাত পরিচালনা করছেন।
এবারের ইজতেমা শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। গত বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা থেকে আনুষ্ঠানিক শুরু হওয়া প্রথম পর্ব রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। আর সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্ব আজ (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে।
মাঝে আট দিনের বিরতি দিয়ে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দিল্লির মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের ইজতেমা পর্ব।
ডিআর/এটিআর