‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো বিশ্ব ইজতেমা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৮
মোনাজাত শেষে ময়দান ছাড়ছেন মুসল্লিরা | ছবি : বাংলাদেশের খবর
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতে অংশ নেওয়া লাখো মুসল্লির ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল মসজিদের খতিব মাওলানা জুবায়ের।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৮মিনিটে শুরু হওয়া এ মোনাজাত শেষ হয় ১২টা ২৮মিনিটে। মোনাজাতে উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। এছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়।
২০মিনিট স্থায়ী এই মোনাজাতে দুহাত ওপরে তুলে লাখ লাখো মুসল্লি বারবার বলছিলেন, আমিন, আমিন। সবাই ইহকালীন মঙ্গল ও পরকালীন নাজাত প্রার্থনা করে সুখ ও সমৃদ্ধি চেয়েছেন।
এদিন ফজরের নামাজের পর থেকেই শুরু হয় হেদায়েতি বয়ান। হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা ফারুক। এরপর নসিহতমূলক কথা বলেন হিন্দুস্তানের মাওলানা আব্দুর রহমান। আর আখেরি মোনাজাতের আগে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা।
এবারের ইজতেমা শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা থেকে আনুষ্ঠানিক শুরু হওয়া প্রথম পর্ব রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। আর সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্ব আজ (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো।
মাঝে আট দিনের বিরতি দিয়ে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দিল্লির মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের ইজতেমা পর্ব।
উল্লেখ্য, দুই পর্ব মিলিয়ে ইজতেমায় মোট ৯জন মুসল্লির মৃত্যু হয়েছে।
ডিআর/এটিআর