Logo

জাতীয়

গুঁড়িয়ে ফেলা হবে ধানমন্ডি ৩২, আনা হলো ২ বুলডোজার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৩

গুঁড়িয়ে ফেলা হবে ধানমন্ডি ৩২, আনা হলো ২ বুলডোজার

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এবার দুটি বুলডোজার আনা হয়েছে। বাড়িটি গুড়িয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের পর এ সিআরআই ভবনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। পরে রাত সাড়ে ১০টার দিকে একটি বুলডোজার নিয়ে আসে ছাত্র-জনতা। এরপর আরো একটি বুলডোজার আনা হয়। চলছে ভাঙার প্রস্তুতি। 

এর আগে, রাত ৮টা থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বাড়ির সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ ছাত্রজনতা।

এসময় ৩২ নম্বরের পাশে থাকা আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের প্রধান কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।

  • এনএমএম/ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর