Logo

জাতীয়

হাসিনার বাসভবন সুধা সদনে আগুন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৩৬

হাসিনার বাসভবন সুধা সদনে আগুন

ছবি : বাংলাদেশের খবর

রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরের পর এবার শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দিয়েছে ছাত্র-জনতা। বাড়িটি ধানমন্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত।  

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার বিক্ষুব্ধ ছাত্রজনতা বাড়িতে আগুন দেয়।

জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সুধা সদন পুরোপুরি খালি ছিল। শেখ হাসিনার বক্তৃতা ইস্যুতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রথমে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুরের বাড়িতে আগুন দেয়। পরে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেয়।

এর আগে, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স।

এ ছাড়া সন্ধ্যায় ‘ছাত্র-জনতা আন্দোলন’ নামে ফেসবুকে বিভিন্ন পেজে কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয়।

পরে রাত ৮টার দিকেই ধানমন্ডি ভাঙচুর-আগুন দেয় উত্তেজিত ছাত্রজনতা। পরে রাতে দুটি বুলডোজার আনা হয় বাড়িটি গুঁড়িয়ে দিতে। বর্তমানে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে।

এনএমএম/জেসি/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর