Logo

জাতীয়

মুজিবের বাড়ির ৭০ শতাংশ ভেঙে ফেলা হয়েছে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২০

মুজিবের বাড়ির ৭০ শতাংশ ভেঙে ফেলা হয়েছে

ছবি : বাংলাদেশের খবর

ধানমন্ডি-৩২ এর শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ব্যবহার করা বাড়িটি ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত বাড়িটির প্রায় ৭০ শতাংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

জুলাই গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের ছয় মাস ছিল গতকাল। এদিন রাত ৯টায় নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। 

এ ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভরই সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা চলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র-জনতা ও অনলাইন অ্যাকটিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিল’ এবং ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেন।


বুধবার রাতে ভবনের কিছু অংশ ভাঙা হলেও বৃহস্পতিবার সকাল থেকে পুরোদমে কাজ শুরু হয়েছে।  ইতিমধ্যে বাড়িটির প্রায় ৭০ শতাংশ ভেঙে ফেলা হয়েছে গড়ে দেওয়া হয়েছে এখানে থাকা গাছ সহ অন্যান্য স্থাপনাগুলো। 

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সিটি কর্পোরেশনের লোকজন আসতে শুরু করেছে ধীরে ধীরে ভাঙার কাজ চলছে। 

ফ্যাসিবাদের আস্তানা হিসেবে পরিচিত শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বর রোডের এই বাড়িটি। এই বাড়িটিকে এতদিন ঐতিহাসিক একটি স্থাপনা হিসেবে সংরক্ষণ করা হয়েছিল।  ভোর থেকে এখানে শত শত উৎসব জনতা হাজির হয়েছেন।  ঐতিহাসিক এই মুহূর্ত থেকে স্মরণীয় করে রাখতে অনেকে এখানে এসে সেলফি তুলছেন।

এএইচএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর