Logo

জাতীয়

জুলাই আন্দোলন

আহত রবিউলকে চিকিৎসার জন্য পাঠানো হলো থাইল্যান্ড

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৫

আহত রবিউলকে চিকিৎসার জন্য পাঠানো হলো থাইল্যান্ড

অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই আন্দোলনে আহত রবিউলকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হয়েছে। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে থাইল্যান্ড তাকে পাঠানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই আন্দোলনে আহত রবিউল থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত ভেজথানি হাসপাতালে চিকিৎসা নেবেন। এর আগে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্পাইনে গুলিবিদ্ধ ছিলেন। 

উল্লেখ্য, আন্দোলনে আহতদের মধ্যে এ পর্যন্ত মোট ২৯ জনকে বিভিন্ন দেশে চিকিৎসার জন্য প্রেরণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।  

এসআইবি/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর