Logo

জাতীয়

ধানমন্ডি ৩২ : রহস্য উন্মোচনে পানি সেচ দিচ্ছে ফায়ার সার্ভিস

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৬

ধানমন্ডি ৩২ : রহস্য উন্মোচনে পানি সেচ দিচ্ছে ফায়ার সার্ভিস

ছবি : বাংলাদেশের খবর

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাশের দুটি ভবনে ভাঙচুরের পর পাশের একটি ভবনের নিচে আরও কয়েকতলা ফ্লোরের সন্ধান মেলে। এ আন্ডারগ্রাউন্ডে ‘আয়নাঘর’ রয়েছে বলে সন্দেহ পোষণ করছেন অনেকেই। সেই রহস্য উন্মোচনে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। সেখান থেকে সেচযন্ত্রের মাধ্যমে তোলা হচ্ছে পানি।

রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে এ দৃশ্য দেখা গেছে।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, নিচে যে পানি জমা রয়েছে, সেই পানিটাই শুধু সরিয়ে দিচ্ছি। অন্য কিছু এখানে দেখতে পাচ্ছি না।


তিনি আরও বলেন, পানিটা মূলত বৃষ্টির পানিও হতে পারে। এখানে আড়াই লাখ লিটার পানি রয়েছে বলে ধারণা করছি। তিনি বলেন, ভবনটি নতুন। পানি দেখে খুব বেশি দিন আগের মনে হচ্ছে না। 

এর আগে গত বুধবার রাতে পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জড়ো হয়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন আন্দোলনকারীরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে দলে দলে মিছিল নিয়ে এসে জড়ো হন তারা।

এরপর বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। পরে রাত ৮টার দিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন তারা। এক পর্যায়ে নির্মাণাধীন এ ভবনের নিচে আন্ডারগ্রাউন্ড ফ্লোরের সন্ধান পায় ছাত্র-জনতা।

এনএমএম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর