Logo

জাতীয়

একা নয়, তিন বন্ধুকে নিয়েই একুশে পদক গ্রহণ করবেন অভ্রের মেহদী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৫

একা নয়, তিন বন্ধুকে নিয়েই একুশে পদক গ্রহণ করবেন অভ্রের মেহদী

চলতি বছরে বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদকের জন্য মনোনীত হন অভ্র কি–বোর্ড তৈরির কারিগর মেহেদী হাসান খান। কিন্তু তিনি একা এই পুরস্কার গ্রহণ করতে চান না। অভ্র তৈরিতে সহযোগিতা করা তার আরও তিন বন্ধুকে বাদ দিয়ে তিনি একা কৃতিত্ব চাননি। ফলে তার তিন বন্ধুকেও একুশে পদক প্রদানের সিদ্ধান্ত হয়েছে। তিন বন্ধুসহই তিনি রাষ্ট্রীয় এ পদক গ্রহণ করবেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।

ফারুকী লিখেছেন, ‘আজকে খুলেই বলা যায়, আমরা জানতাম মেহদী হাসান খান পুরস্কার গ্রহণ করতে আগ্রহী না। এর আগেও তাকে অ্যাপ্রোচ করা হয়েছিলো। তিনি পুরস্কার না নিতে পারেন জেনেও আমাদের ক্যাবিনেট থেকে আমরা পুরস্কার ঘোষণা করতে সম্মত হই। এর মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছি আমরা কাদের সেলিব্রেট করব।’

সংস্কৃতি উপদেষ্টা আরও লেখেন, ‘কালকে তার সাথে যখন কথা হয়, তিনি তখন অসম্মতই ছিলেন। ফাইনালি তিনি পুরস্কার নিতে সম্মত হন। কিন্তু তিনি একা এই কৃতিত্ব নিতে চাননি। তার আরও তিন বন্ধু- রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা- যারাও অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের ছাড়া তিনি পুরস্কার নিতে চাননি।’

তিনি লেখেন, ‘আমরা আনন্দের সাথে জানাচ্ছি, স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই চার গুণীকেই অভ্র’র জন‍্য দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘তারা চার বন্ধুই পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে আসছেন পুরস্কার গ্রহণ করতে। ক্যান্ট ওয়েট টু ওয়েলকাম ইউ অল।’

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর