Logo

জাতীয়

বইমেলায় সব্যসাচীর স্টল ঘেরাও করে বিক্ষোভ

প্রকাশক পুলিশ হেফাজতে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৬

বইমেলায় সব্যসাচীর স্টল ঘেরাও করে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

অমর একুশে বইমেলায় সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সব্যসাচী প্রকাশনার স্টল ঘেরাও করে বিক্ষোভের ঘটনা ঘটে। প্রকাশক শতাব্দী ভবকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকা ‘সব্যসাচী’ স্টলটি ঘিরে এ ঘটনা ঘটে।

এর আগে, সোমবার দুপুরে প্রকাশক শতাব্দী ভব তার নিজস্ব ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় জানান, ‘তসলিমা নাসরিনের বই 'চুম্বন' এবং তসলিমা নাসরিনের নাম বইমেলায় নিষিদ্ধ করা হয়েছে। ভিডিও বার্তায় তিনি আরও উল্লেখ করেন, গতরাত থেকে একাধিক ইসলামিস্ট গ্রুপ ও বিভিন্ন ব্যক্তি তাদের স্টল ভাঙচুরের জন্য উসকানি দিচ্ছিল।

বইমেলার নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাংলাদেশের খবর’কে জানান, ‘কিছুক্ষণ আগে কয়েকজন ছাত্র ও পাঞ্জাবি পরিহিত লোকজন সব্যসাচীর স্টল ঘেরাও করে। প্রকাশক শতাব্দী ভবকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। হামলাকারীরা স্টল থেকে সব বই সরিয়ে নিয়েছে এবং স্টলটি বন্ধ করে দেওয়া হয়েছে।’

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, ‘আমরা পুরো বিষয়টি তদন্ত করছি এবং পরে এ নিয়ে বিস্তারিত কথা বলব।’


ডিআর/এমআই

বইমেলা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর