Logo

জাতীয়

মাউশির ডিজি অপসারণে একদিনের আল্টিমেটাম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৪

মাউশির ডিজি অপসারণে একদিনের আল্টিমেটাম

ছবি : বাংলাদেশের খবর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. এহতেশাম উল হকের অপসরণ দাবিতে একদিনের (বৃহস্পতিবার পর্যন্ত) আল্টিমেটাম দিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষা ভবনের সামনে এ ঘোষণা দেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।

এর আগে, এদিন সকাল ১০টার পর আব্দুল গনি রোডে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মূল ভবনের সামনে শতাধিক শিক্ষক-কর্মচারী বিক্ষোভ শুরু করেন। এরপর শিক্ষকরা মূল ভবনের সামনে এসে ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন। 

তাদের অভিযোগ, বর্তমান শিক্ষাসচিব আওয়ামী লীগের পুনর্বাসন কার্যক্রম শুরু করেছেন।  

তারা বলেন, ‘অধ্যাপক ড. এহতেশাম উল হক বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ অনুচর হিসেবে পরিচিত এবং তার হাত ধরেই তিনি বিভিন্ন পদে পদায়ন লাভ করেন।’

‘গত মঙ্গলবার পর্যন্ত তাকে প্রত্যাহারের আলটিমেটাম দেওয়া ছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এখনো তাকে সপদে বহাল রেখেছে। 

হুঁশিয়ারি উচ্চারণ করে শিক্ষকরা আরও বলেন, ‘আগামী বৃহস্পতিবারের (১৩ ফেব্রুয়ারি) মধ্যে এহতেশাম উল হককে প্রত্যাহার না করলে সামনে কঠোর কর্মসূচি দেওয়া হবে। একইসঙ্গে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক পদে ড. জুলফিকার হায়দারকেও প্রত্যাহারের দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।’

এসআইবি/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর