Logo

জাতীয়

তামাকের বিরুদ্ধে হার্ডলাইনে এনবিআর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৬

তামাকের বিরুদ্ধে হার্ডলাইনে এনবিআর

অবৈধ সিগারেট, বিড়ি ও তামাকজাত পণ্যের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজস্ব কর্মকর্তাদের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দেশের বিভিন্ন জেলায় এ অভিযান পরিচালিত হচ্ছে।

গত ৬ ফেব্রুয়ারি এনবিআরের এক আদেশে সারাদেশে দুই শতাধিক সার্কেল রাজস্ব কর্মকর্তাকে অভিযানের নির্দেশ দেওয়া হয়। প্রতিটি সার্কেলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ সিগারেট, গুল, জর্দা ও অন্যান্য তামাকজাত পণ্য ব্যাপকভাবে বিক্রি হচ্ছে। এতে জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারও বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এনবিআরের মোট ভ্যাট আদায়ের ২৫ শতাংশ আসে তামাকজাত পণ্য থেকে। তাই অবৈধ বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে গেছে সংস্থাটি।

চলতি বছরের জানুয়ারিতে সারা দেশে ৫২টি এবং ফেব্রুয়ারির প্রথম ১১ দিনে ১০৭টি অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে ১ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৩০টি, ১০ ফেব্রুয়ারি ২৩টি এবং ১১ ফেব্রুয়ারি ৫৪টি অভিযান হয়।

এনবিআরের মতে, এই অভিযানের ফলে অবৈধ সিগারেট ও তামাকজাত পণ্যের বিক্রি কমছে, ফলে বৈধ পণ্যের চাহিদা বাড়ছে। সংস্থাটি আশা করছে, এই অভিযান অব্যাহত থাকলে ভ্যাট আদায়ের পরিমাণ আরও বৃদ্ধি পাবে।

এএইচএস/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর