Logo

জাতীয়

১৪ ফেব্রুয়ারি

ফাল্গুন, ভালোবাসা, বইমেলা ও আন্দোলন— চাপ সামলাতে সতর্ক পুলিশ

নুর মোহাম্মদ মিঠু

নুর মোহাম্মদ মিঠু

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৭

ফাল্গুন, ভালোবাসা, বইমেলা ও আন্দোলন— চাপ সামলাতে সতর্ক পুলিশ

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

মাসব্যাপী চলমান একুশে বইমেলায় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বাড়তে পারে জনসমাগম। একই দিন আবার পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে এই জনসমাগম আরও কয়েকগুণ বাড়তে পারে। কিন্তু জনসমাগম নিয়ে চিন্তিত নয় পুলিশ। তবে শাহবাগ কেন্দ্রিক জনসমাগম নিয়ে কিছুটা চিন্তিত পুলিশ। কারণ, এখানেই বিভিন্ন দাবি নিয়ে প্রায় প্রতিদিন নানারকম আন্দোলন কিংবা বড় ধরনের মিছিল, সমাবেশ হচ্ছে। 

পুলিশ বলছে, বইমেলার জনসমাগম নিয়ে শুরু থেকেই সার্বিক প্রস্তুতি গ্রহণ করা আছে। অতিরিক্ত পুলিশ ফোর্সও রয়েছে। পহেলা ফাল্গুন ও ভ্যালেন্টাইন ডে ঘিরে যেটুকু জনসমাগম ঘটবে, দেশের বর্তমান প্রেক্ষাপটে তা নিয়ে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। তবে শাহবাগে যদি কোনো বিক্ষোভ বা বড় ধরনের মিছিল কেউ করে তা নিয়েই ভাবছে পুলিশ। 

শাহবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন বাংলাদেশের খবরকে বলেন, ‘বইমেলা, পহেলা ফাল্গুন ও ভ্যালেন্টাইন ডে ঘিরে বিশেষ কোনো নির্দেশনা নেই। তবে আগামীকাল সারাদিন সতর্ক অবস্থানে থাকবে পুলিশ।’ 

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি আগামীকাল যেন বড় ধরনের কোনো বিক্ষোভ সমাবেশ না ঘটে।  যদি এই ধরনের কিছু না ঘটে তাহলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলেই আশা করছি।’  

এদিকে শুক্রবার কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সংগঠনের বিক্ষোভ অবস্থান কর্মসূচি মিছিলের কোনো তথ্য না থাকলেও নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করবেন সুপারিশপ্রাপ্তির পরও নিয়োগ বাতিল হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ হাজার সরকারি শিক্ষক।  

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থানরত শিক্ষকরা বাংলাদেশের খবরকে জানান, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবোই।  তবে রাত ৯টায় আমরা প্রেসক্লাবে চলে যাব।  আগামীকাল শুক্রবার সকাল ৯টায় ফের অবস্থান নেব।’ 

এ বিষয়ে জানতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। 

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের সচিবালয়ের সামনে আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আঘাতে তিনি আহত হয়েছেন।

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর