Logo

জাতীয়

জুলাই-আগস্টে গণহত্যা

পুলিশের ৩ সদস্যকে জিজ্ঞাসাবাদের অনুমতি

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৭

পুলিশের ৩ সদস্যকে জিজ্ঞাসাবাদের অনুমতি

জুলাই-আগস্টের গণহত্যায় করা মামলায় তিন পুলিশ সদস্যকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। তারা হলেন, এসআই চঞ্চল কুমার সরকার, সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেন এবং কনস্টেবল ইমাজ হোসেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে সকালে আদালতে হাজির করা হয় তাদের। 

আদালত সূত্রে জানা গেছে, চঞ্চল কুমার সরকারকে ২৭ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া আরশাদ হোসেন এবং ইমাজ হোসেনকেও একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 

মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২২ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

এনএমএম/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর