Logo

জাতীয়

এবার ৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৮

এবার ৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

পুলিশের চার ডিআইজিকে এবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) তাদেরকে অবসর দিয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

অবসরে পাঠানো চারজন হলেন, এন্টি টেররিজম ইউনিটে কর্মরত ডিআইজি মো. নিশারুল আরিফ, নৌপুলিশে কর্মরত ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশে কর্মরত ডিআইজি মো. আজাদ মিয়া এবং এনডিসি আমেনা বেগম।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন-২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে এই চারজনকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।’

অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

এর আগে বিতর্কিত শেষ তিন সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা তিন সচিবসহ ২২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নামে প্রজ্ঞাপন জারি করা হয়।

এনএমএম/ওএফ/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর