Logo

জাতীয়

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে গ্রেপ্তার ৫৮৫

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২০

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে গ্রেপ্তার ৫৮৫

অপারেশন ডেভিল হান্টে  রোববার সন্ধ্যা পর্যন্ত সারাদেশে ৫৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।   

একই সাথে অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার করা হয়েছে ৯০৮ জন। সবমিলিয়ে আজ একদিনে গ্রেপ্তারের সংখ্যা ১ হাজার ৪৯৩ জন।   

ইনামুল হক সাগর বলেন, অপারেশন ডেভিল হান্টে অবৈধ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বিদেশি পিস্তল ১টি,  দেশীয় এলজি ১টি, ম্যাগজিন ১টি, গুলি ১০ রাউন্ড, গুলির খোসা ৪৭ রাউন্ড, কার্তুজ ৩টি, লোহার দা ১টি ও চুরি ৬টি উদ্ধার করা হয়েছে।

এনএমএম/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর