Logo

জাতীয়

ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ড. ইউনূস

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৩

ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী এবং স্পেসএক্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ এবং দেশে স্টারলিংক স্যাটেলাইট সেবা চালুর প্রস্তাব দিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক চালুর আমন্ত্রণ জানিয়ে সম্প্রতি চিঠি পাঠিয়ে এ প্রস্তাব দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সংবাদ সংস্থা বাসসের খবরে বলা হয়, গত ১৯ ফেব্রুয়ারি মাস্ককে পাঠানো ওই চিঠিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যে, তার বাংলাদেশ সফর দেশের তরুণ-তরুণীদের সাথে সাক্ষাতের সুযোগ করে দেবে, যারা এই অগ্রণী প্রযুক্তির অন্যতম প্রধান সুবিধাভোগী হবে।

চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, ‘আসুন, একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে আমরা একসাথে কাজ করি।’

চিঠিতে আরও বলা হয়, ‘বাংলাদেশের অবকাঠামোর সাথে স্টারলিংকের সংযোগ যুক্ত করা হলে বিশেষ করে দেশের উদ্যমী যুবসমাজ, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য তা বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনবে।’

প্রধান উপদেষ্টা তার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমানকে স্পেসএক্স টিমের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। যাতে আগামী নব্বই কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালুর ক্ষেত্র প্রস্তুত করা যায়।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সাথে ফোনে কথা বলেন অধ্যাপক ইউনূস।

যদিও কিছুদিন আগেই বাংলাদেশসহ বিভিন্ন দেশের বেশ কিছু প্রকল্প বাতিলের ঘোষণা দিয়েছেন ইলন মাস্কের নেতৃত্বাধীন নতুন সংস্থা ‘ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি’ বা ডিওজিই। ওই ঘোষণায় বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য ২৯ মিলিয়ন বা প্রায় তিন কোটি ডলারের বরাদ্দ বাতিলের ঘোষণাও দেওয়া হয়। সূত্র : বিবিসি

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর