Logo

জাতীয়

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্বীকার করলেন আইন উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৯

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্বীকার করলেন আইন উপদেষ্টা

বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা রয়েছে বলে স্বীকার করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে পরিস্থিতি উত্তরণে আন্তরিকতার ঘাটতি নেই বলে দাবি করেন তিনি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর পিটিআইয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ‘টাকা থাকলে বদ মতলব থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে। আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। আমাদের ব্যর্থতা আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই।’

তবে এ ব্যর্থতা উত্তরণের জন্য সরকারের প্রচণ্ড তাড়না ও চেষ্টা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই। মাঝে মাঝে ভালো হয়েছে, মাঝে মাঝে বেশি খারাপ হয়েছে। এর কারণ অন্তর্বর্তী সরকার ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসন নিয়ে কাজ করছে।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর