Logo

জাতীয়

সিইসি

১৭ লাখ মৃত ভোটার ভোট দিয়েছেন, জীবিত বাদ পড়তেন ৩৬ লাখ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৯

১৭ লাখ মৃত ভোটার ভোট দিয়েছেন, জীবিত বাদ পড়তেন ৩৬ লাখ

প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুন্দর ভোটের জন্য ভোটার লিস্ট স্বচ্ছ করা দরকার। ভোটার তালিকায় প্রায় ১৭ লাখ মৃত ভোটার। তারাই কবর থেকে ভোট দিয়েছেন। কবরবাসীও ভোট দিতেন। মৃত ভোটার আমাদের ধারণার বাইরে ছিল। অন্যদিক ৩৬ লাখ ভোটার হতে পারেন, করা হয়নি। তারা বাদ পড়ে যেতেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) নগরীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি আরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্র মানে হলো ভিন্নমত। ভিন্ন দৃষ্টিভঙ্গি, ভিন্ন চাহিদা থাকবে। যাই হোক, আমাদের প্রস্তুতি থেমে থাকবে না। আগে একেক কমিশনার একেক রকম লিখতেন। আমাদের সবার চিন্তা, মানসিকতা এক। আমাদের ব্যক্তিগত এজেন্ডা নেই। অন্যের এজেন্ডাও নেই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য আমরা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কাজ করছি।

সিইসি বলেন, আগে পত্রপত্রিকায় ভালো ছাড়া খারাপ খবর আসত না। এখনো প্রকৃত খবর আসে। 

তিনি সোশ্যাল মিডিয়ায়ে অপপ্রচার প্রতিরোধে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করে বলেন, কীভাবে জনসচেতনতা সৃষ্টি করা যায়, গণমাধ্যম এতে ভূমিকা রাখতে পারে। এজন্য সাহায্য চাই। 

সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমেদ, আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ইটিআই মহাপরিচালক এস এম আসাদুজ্জামান প্রমুখ।

এসআইবি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর