Logo

জাতীয়

জুলাই আন্দোলন

সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ফিরলেন আহত চারজন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৭

সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ফিরলেন আহত চারজন

জুলাই আন্দোলনে আহত চারজন উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন। আহতরা হলেন- ইয়ামিন, মো. রমজান, সালমান, জুবায়ের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে গুরুতর আহত ৩৮ জনকে এখন পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য বিশ্বের বিভিন্ন দেশে জন্য পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আরও বেশ কয়েকজনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের চিকিৎসকদের দেশে নিয়ে এসে আহতদের চিকিৎসা পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

সবশেষ যুক্তরাষ্ট্র থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) আন্দোলনে আহত ৯৬ জনকে চিকিৎসা দিয়েছেন। আন্দোলনে চোখে গুরুতর আহত রোগীদের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ আই হাসপাতালে চিকিৎসা দিয়ে গেছেন সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল।

এসআইবি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর