Logo

জাতীয়

জামায়াত নেতা আজহারুলের আপিল শুনানি বুধবার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১

জামায়াত নেতা আজহারুলের আপিল শুনানি বুধবার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম লিভ টু আপিল করার অনুমতি পাবেন কি না- এ বিষয়ে আপিল বিভাগের শুনানি বুধবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে তার আইনজীবীরা ব্রিফিংয়ে এ কথা জানান।

আইনজীবীরা বলেন, ‘মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে আমাদের কাছে এডিশনাল গ্রাউন্ড চেয়েছেন। কোন কোন গ্রাউন্ডে রিভিউ করা হবে, তার জন্য সাতটি গ্রাউন্ড তৈরি করা হয়েছিল। এই সাতটি গ্রাউন্ডের কপিও আজকে আদালতে জমা দেওয়া হয়েছে। এই গ্রাউন্ডে লিভ হবে কি হবে না- এই মর্মে আগামীকাল শুনানি হবে। শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ দেবেন।’

এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়। প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।

জামায়াত নেতা আজহারের শুনানি করছেন আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। আইনজীবী প্যানেলে আছেন, জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন।

এর আগে রোববার (২৩ ফেব্রুয়ারি) মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য মঙ্গলবার ধার্য করেন আপিল বিভাগ। বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এদিন ধার্য করেন।

আদালতে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, জামায়াত নেতা আজহারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন। 

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর