Logo

জাতীয়

কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন, এনাফ ইজ এনাফ : সেনাপ্রধান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০২

কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন, এনাফ ইজ এনাফ :  সেনাপ্রধান

কাদা ছোড়াছুড়ি বন্ধ করে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এটা বন্ধ না করলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে জানিয়ে সবাইকে সতর্ক করেছেন তিনি। 

মঙ্গলবার (২৫ ফেব্রয়ারি) জাতীয় শহীদ সেনা দিবসে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে এ সতর্কবাণী উচ্চারণ করেন ওয়াকার-উজ-জামান। 

তিনি বলেন, আমার নিজের কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। ৭ মাসে অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। এটার জন্য ডানে-বামে দৌড়িয়ে নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না, আমি আপনাদের এই জিনিসটা নিশ্চিত করে দিচ্ছি।

আজ একটা বেদনাময় দিবস উল্লেখ করে সেনাপ্রধান বলেন, ২০০৯ সালের আজকের এই দিনে (২৫ ফেব্রুয়ারি) ৫৭জন চৌকস অফিসারসহ আমরা কিছু পরিবারের সদস্যদের হারিয়েছি। অনেকে ছবিতে দেখেছেন, তবে আমি এ বর্বরতার চাক্ষুষ সাক্ষী। 

তিনি আরও বলেন, একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি। সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত। ফুল স্টপ, এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, ১৬-১৭ বছর ধরে যারা জেলে আছে, যারা সাজাপ্রাপ্ত সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না।

ডিআর/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর